খুলনায় বিসমিল্লাহ প্রোপার্টিজ মালিকের বিরুদ্ধে নানা অভিযোগ : শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ নগরী হরিণটানা এলাকায় বিসমিল্লাহ প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধ জীবন নাশের হুমকীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোহনা প্রোপার্টিজের মালিক প্রফেসর জগলুল কাদের। শনিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রফেসর জগলুল কাদেরের ০.১০ শতক জমি বিসমিল্লাহ্ প্রোপার্টিজ এর ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। যে জমি তিনি রোকেয়া আক্তার রুকুর কাছ থেকে ক্রয় করেন। তিনি ওই জমি দেখাশুনা করার জন্য তার ম্যানেজার কাজী আনিচুর রহমানকে দায়িত্ব দেন। সেটি পালন করতে কাজী আনিচুর রহমান বিসমিল্লাহ্ প্রোপার্টিজ এর ওই জমি দেখতে যান। এমতাবস্থায় পাশে অবস্থানরত সাইফুল ইসলাম তড়িঘড়ি করে আমার ম্যানেজার কাজী আনিচুর রহমান এর কাছে আসে এবং গায়ে ধাক্কা দিয়ে বলে ‘জমির নিকট থেকে সরে যা, আমাকে জিজ্ঞাসা না করে এখানে জমি কিনলি কেন? জমি থেকে সরে না গেলে তোকে তোর মালিক জগলুল কাদেরসহ গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এসময় সে পুলিশ ও সেনাবাহিনীসহ প্রশাসন তার পকেটে থাকে বলে হুমকী দিয়ে বলে, ‘আমাকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না’। এমনকি জগলুল কাদেরের আপন ছোট ভাই লে. কর্ণেল ফয়সাল কাদের এর নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালি গালাজও করে। এঘটনায় মোহনা প্রোপার্টিজের ম্যানেজার মোঃ কাজী আনিসুর রহমান বাদী হয়ে খুলনার বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট আদালত ক অঞ্চলে একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিসমিল্লাহ প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলামসহ অজ্ঞাত নামা আরও ৪-৫ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ রয়েছে, বিসমিল্লাহ প্রোপার্টিজের মালিক সাইফুল ইসলাম নিষিদ্ধ ফ্যাসিবাদি সংগঠন আওয়ামীলীগের দোসর। খুলনার শেখ বাড়িতে নিয়মিত যোগাযোগ ছিল তার। শেখ বাড়ির নাম ভাঙ্গিয়ে সে অঢেল অর্থ সম্পদের মালিক হয়েছে। এবিষয়ে তদন্তপূর্বক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি উঠেছে।