জাতীয় সংবাদ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী: মৃত্যু বেড়ে আট

প্রবাহ রিপোর্ট : পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৯ হাজার ১০৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে গছেন ৪৪ হাজার ৫২০ হজযাত্রী। গতকাল রোববার সকালে হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী ওই হজযাত্রীরা মোট ১২৪টি ফ্লাইটে হজে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬২টি, সৌদি এয়ারলাইন্স ৪২টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৪ হাজার ২৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ১৬ হাজার ৫৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ২৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত আট জন বাংলাদেশির মৃত্যু হয়। সর্বশেষ ১৭ মে মারা যান গাজীপুরের জয়নাল হোসেন। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button