স্থানীয় সংবাদ

পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা কবিতা দাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি : জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ইস্যু কে কেন্দ্র করে এবার সমিতির আদায়কারী, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর কবিতা দাশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন। কবিতা দাশ কে জেনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লুটের রাণী উল্লেখ করে মঙ্গলবার বিকালে সরল বাজারের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জাকির হোসেন। তিনি বলেন কবিতা দাশ আমাকে এবং পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল কে জড়িয়ে গত ১৯ মে কথিত একটি সংবাদ সম্মেলন করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন আমরা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং তার বসতবাড়ি থেকে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার লুট করেছি। যাহা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক ছাড়া আর কিছুই নয়। জাকির হোসেন বলেন কবিতা দাশ ১৬ মে হাসপাতালে ৪/৫ শ মহিলা এবং সংবাদ সম্মেলনে ৪০/৫০ জনের কথা বলেছেন। তার এই ভিন্ন ভিন্ন বক্তব্য প্রমাণ করে তিনি মিথ্যা বলছেন। তিনি বলেন জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নিকট প্রায় দুই হাজার গ্রাহকের জমাকৃত ৫ কোটি টাকা গচ্ছিত রয়েছে। এই টাকা ফেরত পাওয়ার জন্য সমিতির অফিস সহ বিভিন্ন স্থানে একাধিক শালিসি বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি। সুরাহা না হওয়ার অন্যতম কারণ কবিতা দাশ সমিতির ৯৩ টি রশিদ বই উধাও করে দিয়েছেন। যার কোন হদিস নাই। এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা গত ১৬ মে কবিতার বাড়িতে গিয়ে তার কাছে টাকা ফেরত চাই। এসময় গ্রাহকদের সাথে তার কথা কাটাকাটি শুরু হলে সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর গ্রাহকদের নিবৃত করতে আমাকে এবং বিএনপি নেতা মোস্তফা কে কবিতার বাড়িতে ডেকে নিয়ে যায়। আমরা তৈয়েবুর রহমানের কথা অনুযায়ী সেখানে গিয়ে গ্রাহকদের নিবৃত করে ফিরিয়ে নিয়ে আসি এবং কবিতা সহ আমরা সবাই সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী ও সমিতির সভাপতি মোহাম্মদ আলী গাজীর বাড়িতে যাই। সেখানে কবিতা যে স্বীকারোক্তি দেয় তার রেকর্ড সংবাদ সম্মেলনে শোনানো হয়। যেখানে কবিতা ২৭ লক্ষ টাকা ফেরত দিতে চাই বলে তিনি উল্লেখ করেছেন। জাকির হোসেন আরো বলেন তিনি আমাকে শ্রমিক লীগ পরিচয়ে অপপ্রচার করছে যা আদৌ সঠিক নয়। আমি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং ২০১৮ সালের নাশকতার মামলার আসামি ছিলাম। প্রকৃত পক্ষে সমিতির গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ার জন্য কবিতা আমাকে এবং বিএনপি নেতা মোস্তফা কে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের অপপ্রচার ও অপচেষ্টা করে যাচ্ছেন। মিথ্যা মামলার হুমকি দেওয়া সহ আওয়ামী দোসর হয়ে কবিতা দাশ বিভিন্ন সংস্থার প্রোগ্রামে অংশ গ্রহণ করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে কবিতা দাশ কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এসময় সমিতির সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button