দিঘলিয়ার ভৈরব নদের চাঞ্চল্যকর কয়লা বোঝাই ট্রলার ডাকাতি ঘটনায় মামলা দায়ের গ্রেফতার ৪

# ঘটনা কয়েক দফা হাত বদলের পর #
দিঘলিয়া প্রতিনিধি ঃ ভৈরব নদে একটি কয়লা বোঝাই ট্রলার ডাকাতির ঘটনায় পুলিশ ৪জনকে আটক করেছে। উদ্ধার করেছে লুণ্ঠিত ট্রলার ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। লুণ্ঠিত ট্রলারটি ডাকাতদের সিন্ডিকেটের মাধ্যমে কয়েক দফা হাত বদল হয়।
এব্যাপার খুলনা নৌ পুলিশ থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা গেছে,১৬ মে সকাল আটটার দিকে মোংলা হতে মালিক শাহিনের ১০৮ টন ২০০ কেজি কয়লা বোঝাই (যার আনুমানিক মূল্য ১২ লাখ ৯৬ হাজার টাকা)একটি ট্রলার ভৈরব নদ থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলো। ট্রলারটি খুলনা সদর থানার ৬ নাম্বার ঘাটের কাছাকাছি পৌঁছালে একটি ইঞ্জিন চালিত ট্রলারে আসা ১০-১২ জনের ডাকাতদল লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ট্রলারের গতিরোধ করে দখলে নিয়ে নেয়।
ডাকাতদল কয়লা বোঝাই ট্রলারের স্টাফদের মারপিট করে তাদের কাছে থাকা নগদ ৪ হাজার ৭০০ টাকা, মোবাইল ফোনসহ আনুমানিক সাড়ে ৬ হাজার টাকার মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ট্রলারের লস্কর মোঃ মনিরুজ্জামান ও বাবুর্চি মোঃ ইলিয়াছ শেখকে দিঘলিয়া উপজেলার শোলপুর নামক স্থানে ফেলে রেখে যায়। এখান থেকে পর্যায়ক্রমে ডাকাতদলের হাত বদল হয়ে, ফরমাইশখানা, দিঘলিয়া ও বারাকপুরে একটি চক্রের কাছে হাত বদল হয়ে কয়লা বোঝাই ট্রলারটি নড়াইল জেলার বড়দিয়া বাজারের দিকে নিয়ে যায়। ট্রলারের লস্কর ও বাবুর্চি ১৭ মে সন্ধ্যায় নৌ পুলিশকে সংবাদ দিলে কেএমপি সদর নৌ-থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার তার সঙ্গীয় কোর্সসহ স্পিডবোর্ডযোগে রওনা হয়ে নড়াইল জেলার বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের সহায়তায় ১৮ মে রাত ৩ টা ৫ মিনিটে বড়দিয়া বাজার সংলগ্ন নদীর মধ্যে কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা উদ্ধার করে। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেলসহ মোস্তাকিন বিশ্বাস (৩৮), সুমন শেখ (২৮), জসিম শেখ (৪৪) ও চন্দনশীল (৩০) নামের ৪জনকে আটক করে। এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ আবুল কালাম মোল্লা খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৮ তাং ১৮/৫/২০২৫ ইং। ধারা ৩৯৫/৩৯৭/৪১২। এব্যাপারে খুলনা নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার বলেন, ১৭ মে সন্ধ্যায় ট্রলার ডাকাতির ঘটনাটি জানতে পেরে নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়দিয়ার উদ্দেশ্যে রওনা হই। এরপর সেখানকার নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় আমরা কয়লা বোঝাই ট্রলারসহ ৫৫ টন লুন্ঠিত কয়লা উদ্ধার করি। একই সাথে লুণ্ঠিত কয়লার ট্রলারে থাকা চার ডাকাতকে আটক করতে সক্ষম হই।