স্থানীয় সংবাদ
টিভিএস ইঞ্জিন অয়েলের নতুন মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ঃ টিভিএস ইঞ্জিন অয়েল সমগ্র বাংলাদেশে বাজারজাত করণ ও নকল এবং ভেজাল ইঞ্জিন অয়েল বাজারজাত করণ রুখতে বাজারে নতুন মোড়কে আসতে চলেছে ইন্ডিয়ান ব্রান্ডের ইঞ্জিন অয়েল টিভিএস। বুধবার বিকেলে খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টিভিএস মটর কোম্পানী লিঃ ইন্ডিয়া এবং মদিনা অটো পার্টস লিঃ এর উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউল করিম হেড অব সেলস এন্ড মার্কেটিং (টিভিএস লুব) মদিনা অটো পার্টস লিঃ । মোঃ মাহফুজ-উর রহমান রেজা,হেড অব স্পেয়ার টিভিএস মদিনা অটো পার্টস লিঃ। মোঃ দাউদ হোসেন হেড অব রিটেইল টিভিএস শপি মদিনা অটো পার্টস লিঃ। আরো উপস্থিত ছিলেন, খুলনার মোটরসাইকেল পার্টস ব্যাবসায়ি, মোটরসাইকেল ম্যাকানিক এবং ইঞ্জিন অয়েল ব্যাবসায়ীরা।