সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে নিজেদের গণমুখি চরিত্রে উদ্ভাসিত হতে হবে : অধ্যাপক মাহফুজুর রহমান

# ৫ নং ওয়ার্ড জামায়াতের ইউনিট প্রতিনিধি সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মূল সংগঠনকে শক্তিশালী করতে ইউনিট কার্যক্রমকে সচল রাখতে হবে। ইসলামী আন্দোলনের ইউনিট পর্যায়ের দায়িত্বশীল হিসেবে প্রথম নিজেদেরকে জান্নাতের উপযোগী করার পাশাপাশি এদেশে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর শর্তগুলো পূরণে ব্যাকুল থাকতে হবে। সংগঠনকে শক্তিশালী ও বিজয়ী আন্দোলনে পরিণত করতে নিজেদের গণমুখি চরিত্রে উদ্ভাসিত হতে হবে। তিনি বলেন, খুলনা মহানগরীকে ইসলামী আন্দোলনের মজবুত ঘাটি হিসেবে পরিণত করতে সমাজের সকল শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। নিজেদের পরিশুদ্ধ করে জান-মালের কুরবানীর মাধ্যমে আল্লাহ তায়ালার জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের প্রচেষ্টা চালাতে হবে। বুধবার (২১ মে) সকালে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিখির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
৫ নং ওয়ার্ড আমীর জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইবাদত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি ও মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, দৌলতপুর থানা আমীর মু. মুশাররফ আনসারী। অন্যান্যের মধ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতপুর থানা সেক্রেটারি খান মাহবুবুর রহমান জুনায়েদ, জামায়াত নেতা হাফিজুর রহমান পিন্টু, জামাল উদ্দিন আফগানী, আব্দুর রহমান, গোলাম মোর্তজা, আব্দুল বাতেন, গোলাম মোস্তফা, এ কে এম শাহিদুল ইসলাম লাভলু, সেলিম হোসেন ভূইয়া, আনিসুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দ্বীন বিজয়ই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। রাজনীতিতে ইতোমধ্যেই নানা পরিসংখ্যানে দেশে জামায়াত এক নাম্বার স্থানে আছে বলে প্রচার হচ্ছে। কিন্তু রাজনীতিতে এক নম্বরে যাওয়া আমাদের লক্ষ্য নয় বরং ইকামাতে দ্বীনের বিজয়ই আমাদের প্রথম টার্গেট। এ জন্য ইসলামের সঠিক দাওয়াত সবার কাছে পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামী এদেশে ইসলামী শক্তিকে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চায়। সেজন্য আমাদের প্রতিটি ইউনিট হবে ইসলাম বিজয়ের দুর্জয় ঘাটি। তিন আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ চায়। কিন্তু এই পরিবেশ বিঘিœত করতে কেউ কেউ চেষ্টা করছেন। কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগ চলে গেছে, উনারা দেশের মালিক হয়ে গেছে। এ জন্য সবাইকে মনে রাখতে হবে হাসিনার মতো মানুষকে এই দেশের মানুষ বিদায় করেছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই- আমাদের কেউ চক্ষু রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না, আমরা কারো চক্ষু রাঙানিকে পরোয়া করি না।