স্থানীয় সংবাদ

শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে : আজিজুল ইসলাম ফারাজী

# খুলনা সদর থানার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী বলেছেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। বন্ধকৃত সকল কলকারখানা অবিলম্বে চালু করতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। শ্রমিকদের নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের রেশনিং, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। নারী শ্রমিকদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করতে হবে। অবাধ শ্রম ট্রেড ইউনিয়ন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কাছ থেকে কোন চাঁদাবাজী বা হয়রানির চেষ্টা করা হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। দেশের প্রত্যেকটি অঞ্চলকে মাদক ও চাঁদাবাজমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইসলামী সরকারের বিকল্প নেই। বুধবার (২১ মে) সকালে খুলনা সদর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে রেজিষ্ট্রার্ড ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা সদর থানা সভাপতি কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ সোহাগ এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ওয়ালিউল্লাহ। অন্যান্যের মাধ্যে শ্রমিক নেতা আলী হায়দার নিরু, আজিম মোল্লা, জামাল তালুকদার, মহিন উদ্দিন মীর, মোহাম্মদ নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ কামাল, আব্দুল খালেক, সেখ আব্দুর রশিদ, আবুল কাশেম, মোহাম্মদ বুলবুল, মোসলেম, মাসুম, মো. খোকন, সাইদ, আবুল কালাম আজাদ, মো. নুরু কাজী মহিত উদ্দিন, মো. মিন্টু, মাহমুদুর রহমান, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান, মো. কাউসার প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগরী সভাপতি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button