লবনচরা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাজাসহ আটক ৩

তিন দিনে মোট ১৮ কেজি গাজা উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ লবনচরা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাজাসহ দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে । আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা লবনচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোস্ট বসিয়ে এই তিন মাদক কারবারিকে আটক করে পুলিশ।এসময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীরা হলেন খুলনা রূপসা উপজেলার আইচগাতি( বেলফুলিয়া স্কুলের পাশে) এলাকার বাসিন্দা মৃত মজিবর মোল্লার স্ত্রী আলেয়া(৬০), একই এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ রুহুল আমিন(৩০)। অপরজন হলেন খুলনা সদর থানাধীন ১ নং ইসলামপুর ক্রসলেন দোলখোলার বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মোঃ আনোয়ার হোসেন সোহাগ(৩৫)।জানা যায় , ঢাকা থেকে বাসযোগে গাজা এনে খুলনার ২ টি স্পটে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এর মধ্যে খুলনা সদর থানাধীন ৫ নং ঘাট এলাকায় ২ কেজি ও ময়লাপোতায় বাকি ২ কেজি দেওয়ার কথা ছিল। তবে কাকে দেওয়ার কথা ছিল, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।উল্লেখ্য,গত তিন দিনে একই স্পটে মোট ১৮ কেজি গাজা উদ্ধার করেছে লবনচরা থানা পুলিশ। সূত্রে জানা যায়, স্বর্ণ চোরাচালান, ইয়াবা, গাজাসহ মাদকদ্রব্যের অন্যতম রুট হিসেবে সাচিবুনিয়া – জিরো পয়েন্ট সড়ক দিয়ে যাতায়াত করে অপরাধীরা। গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে এ পর্যন্ত বিপুল পরিমান মাদকদ্রব্য ও স্বর্ণ উদ্ধার করেছে লবনচরা থানা পুলিশ।
এ বিষয়ে লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, লবনচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ও প্রতিনিয়ত চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য , স্বর্ণের চালান আটক করা হয়েছে। বর্তমানে স্বর্ণ চোরা-চালানকারীরা রুট বদলে অন্য রুট ব্যবহার করছে। তবে পুলিশের অভিযান অব্যহত থাকবে।