স্থানীয় সংবাদ

খুলনায় ইজিবাইক চালক হত্যায় গ্রেফতার ৫ : ইজিবাইক উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ইজিবাইক চালক জাহিদুর হাওলাদার (৪৯) হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জন গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ইজিবাইকও উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে আজ সোমবার হরিণটানা থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার এবং লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করে।
পুলিশ জানায়, গত ১১ জুন ইজিবাইক চালক জাহিদুর হাওলাদার নিখোঁজের ঘটনায় তসর পুত্র কিবরিয়া হাওলাদার হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ২২ জুন হরিণটানা থানা পুলিশ কেডিএর ময়ূরী আবাসিকের ভিতরে স্টীলের ব্রীজের উত্তর পাশে ডি ব্লকের প্লটে একটি লাশ উদ্ধার করে। পরে তার পরিবারের লোকজনসহ পরণের কাপড় দেখে লাশ সনাক্ত করেন। এ ঘটনায় হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এর পরপরই পুলিশ হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে গ্রেফতারের জন্য হরিণটানা থানা এলাকা, খুলনা জেলার দাকোপ থানা এবং যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- সিরাজুল ইসলাম হৃদয় (১৯), বাপ্পী খান ওরফে রায়হান ওরফে চিতা (২০), নাজমুল গাজী ওরফে লাদেন (২৫), ইকবাল গাজী (৩০), ও আসাদুল মোল্লা (২৮)। আসামীদের থেকে নিহত জাহিদ হাওলাদারের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়ছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, আসামীরা কেডিএর ময়ূরী আবাসিকের ভিতরে ঘোরার কথা বলে গল্লামারী থেকে জাহিদের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে। আবাসিকের ভেতরে প্রবেশ করার পর সুযোগ বুঝে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি দেন। এ সময় আসামীরা ছুরিকাঘাত করে জাহিদুর হাওলাদারের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button