স্থানীয় সংবাদ

মিলনের স্ত্রীর মৃত্যুতে বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দের শোক

# মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন #

খবর বিজ্ঞপ্তি ঃ টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন খুলনার সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপার্সন মো. শাহজালাল মোল্লা মিলনের স্ত্রী রাবেয়া খাতুন (৩২) ইন্তিকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১২ নভেম্বর (বুধবার) খুলনার একটি বেসরকারি ক্লিনিকে রাবেয়া খাতুনের ছেলে সন্তান হয়। অসুস্থ হয়ে পড়লে শিশুটি খুলনার শিশু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এরমধ্যে গত পরশু বুধবার দিবাগত রাতে রাবেয়া খাতুন শ^াসকষ্ট অনুভব হয়। তাৎক্ষনিক তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে তার অবস্থার আরো অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্বামী, একটি মেয়ে ও দু’টি ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে সিনিয়র ক্যামেরাপার্সন মো. শাহজালাল মোল্লা মিলনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button