ওষুধ ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ : বকুল

# বিসিডিএস’র খুলনা ও বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলন #
স্টাফ রিপোর্টার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা–৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “ওষুধ ব্যবসা শুধু ব্যবসা নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তিনি ওষুধ ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “আপনাদের মাধ্যমে যেন কোনো ভেজাল ওষুধ জনগণের কাছে না পৌঁছায়—সেদিকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) খুলনা আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগীয় জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খুলনা অঞ্চলের হাজারো শ্রমিকের বেকারত্ব দূর করতে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
শিল্পখাতের দুঃসহ চিত্র তুলে ধরে বকুল বলেন, “এই অঞ্চলের ২৬টি জুট মিল, একটি নিউজপ্রিন্ট মিল ও একটি হার্ডবোর্ড মিলসহ সব কারখানা বন্ধ। হাজার হাজার শ্রমিক মানবেতর জীবন-যাপন করছে। তাদের সন্তানরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে, পরিবারগুলো ন্যূনতম চিকিৎসাসেবাও পাচ্ছে না।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অদক্ষতার সমালোচনা করে তিনি বলেন, “এক বছরের বেশি সময় দায়িত্বে থেকেও তারা কোনো বন্ধ মিল চালু করতে পারেনি। শ্রমিকরা চাকরিতে ফিরতে পারেনি, স্কুলে ফিরতে পারেনি তাদের সন্তানরা। জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা সম্পূর্ণ ব্যর্থ।
সংকট উত্তরণে নির্বাচনের বিকল্প নেই জানিয়ে বকুল বলেন,আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো—এই গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন চাই। যারা নির্বাচন বানচাল বা ষড়যন্ত্রের চেষ্টা করবে, জনগণ তাদের ‘জনগণের শত্রু’ হিসেবে চিহ্নিত করবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি ময়নুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস খুলনা শাখার সাবেক সভাপতি সৈয়দ মাসুদ আলী নিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক খান মাহতাব আহমেদ।



