স্থানীয় সংবাদ

খুলনায় বিতর্কিতদের সাথে নিয়ে নির্বাচনের প্রচারণা না চালানোর ঘোষণা মঞ্জু’র

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : খুলনা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেননি। তিনি ঐক্যবদ্ধ বিএনপিকে সাথে নিয়েই খুব শীঘ্রই জোরেসোরে ভোটের মাঠে নামবেন। কোন বির্তকিত ব্যক্তিদের নিয়ে তিনি প্রচারণা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। রোববার খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই শহরে যারা বির্তকিত ব্যাক্তি তাদের নিয়ে নির্বাচনী প্রচারণা করবো না। ইতোমধ্যেই এ ব্যাপারে আমি সতর্ক করেছি। বিতর্কিতরা যাতে সামনের কাতারে আসতে না পারে সেজন্য কোঠার নির্দেশনা দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারের নির্বাচন অত্যান্ত ঝুকিপূর্ণ। সকলের অংশগ্রহনের নির্বাচন আমাদের স্বপ্ন। ১৬ বছরে অনেক রক্ত ঝড়েছে। তরুণরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদেও জন্য বার্তা নিয়ে দলীয় তারেক রহমান কিছুদিনের মধ্যে ফিরবেন। নতুন বাংলাদেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। তারেক রহমান তরুণদেও জন্য বার্তা দেবেন।
এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, মনোনয়নের ক্ষেত্রে এবার তদবির বাণিজ্য হয়নি। এবার ত্যাগীদেও মূল্যায়ন করা হয়েছে। তারেক রহমান তৃণমূল পর্যায়ে খোঁজ খবর নিয়ে তিনটি বিষয়ে মূল্যান কওে মনোনয়ন দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে পছন্দ অপছন্দ থাকবে। তবে ঐক্যবদ্ধভাবে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করবেন। খুলনা মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বেতেই প্রচার প্রচারণা হবে।
তিনি বলেন, আমি এখনও লিফলেট ছাপায়নি, মাঠের প্রচারণা শুরু করিনি। দলের আহত, নিহতদের পরিবার, অসুস্থ নেতা-কর্মীদের খোঁজ খবর নেওয়াসহ কিছু আনুষ্ঠানিকতা করছি। ইতোমধ্যেই দুটি বৈঠকে খালিশপুর ও দৌলতপুর থানার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করেছি। মহানগরীর ৫ থানায় ঐক্যবদ্ধ বিএিনপিকে নিয়ে আমরা কাজ করতে চাই। সেভাবেই কাজ এগোচ্ছে। আমরা কাউকে বাদ দিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। দলের গ্রুপিং নিয়ে ফেসবুকে লেখালেখি বন্ধ করেছি। কাজেই আমি সতর্কভাবে চলছি।
রাজনৈতিক জীবনের কর্মকান্ড বর্ণনা করতে গিয়ে মঞ্জু বলেন, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে কলংকের দাগ নেই। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জণগন এবং নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। খুলনা- ২ আসনে অংশগ্রহণমূলক কোন নির্বাচনে বিএনপি হারেনি। খুলনার বন্ধ থাকা মিল কলখানা চালু, মোংলা বন্দরের উন্নয়ন, ট্যুরিজম, রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মঞ্জু বলেন, দুর্ণীতিমুক্ত জায়গা থেকে বেরিয়ে উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ।
মতবিনিময় সভায় খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক সভাপতিত্ব করেন। সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদসহ সাবেক সিনিয়র নেতা, সাবেক কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button