এমইউজে খুলনার আগামী দিনের পথচলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে

# নবনির্বাচিত কমিটিকে ফুলের শুভেচ্ছাকালে অধ্যাপক মাহফুজুর রহমান #
স্টাফ রিপোর্টার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী দু:শাসনের অবসানে দেশের সাংবাদিক সমাজের ত্যাগ ও অবদান অনস্বীকার্য। রাজনীতিবীদদের পরেই পেশাজীবী গোষ্ঠীর মধ্যে সাংবাদিকরাই সবচেয়ে বেশি নির্যাতন নীপিড়নের শিকার হয়েছে। তিনি বলেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। আশা করি নতুন নেতৃবৃন্দের হাত ধরে এই সংগঠন পেশাদার সাংবাদিকদের রুটি রুজি ও অধিকার আদায়ের আন্দোলনে অতীতের ন্যায় দৃঢ় ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এমইউজে খুলনার আগামী দিনের পথচলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাবে বলে তিনি অঙ্গীকার করেন। রোববার (২৩ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানাতে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ সব কথা বলেন।
এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সাবেক সভাপতি মো. আনিসুজ্জামান ও সাবেক সাধারণ এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য এইচ এম আলাউদ্দিন, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও এমইউজে খুলনার নির্বাচন কমিশনের সদস্য মিজানুর রহমান মিলটন, এমইউজে খুলনার নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, বিদায়ী সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। এ ছাড়া মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী।
মহানগরী আমীর আরও বলেন, বাংলাদেশ আজ স্বৈরাচারীর শৃঙ্খল থেকে মুক্ত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যেন ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে। তারা ঐ প্রতিষ্ঠানে বসে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐকবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. রাশিদুল ইসলাম বলেন, বিগত সময়ে আপনারা সরাসরি সত্য তুলে ধরতে বাধাগ্রস্ত হলেও অনেকই বিভিন্ন কৌশলে তা প্রকাশ করেছেন। আবার সরাসরি সত্য তুলে ধরে দেশত্যাগে বাধ্য হয়েছেন অনেক সাংবাদিক। এমনকি উন্নয়ন কর্মী পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে বাঁচতে পারেননি। তাদেরও দেশছাড়া হতে হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে মিডিয়া জগৎ নষ্ট হয়ে গেছে। সাংবাদিকরা প্রকৃত সত্য তুলে ধরতে পারেননি।
এর আগে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা’র নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে মহানগর ছাত্রশিবির নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, পাঠাগার সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, সমাজসেবা সম্পাদক হাফেজ নাঈম হোসাইনসহ খুলনা মহানগর শাখার অন্তর্গত বিভিন্ন ক্যাম্পাস ও থানা দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।



