আ.লীগের মনোনয়র ফরম কিনলেন আইজিপি’র ভাই

প্রবাহ রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী বর্তমান সংসদ সসদ্য জয়া সেন গুপ্ত এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। গতকাল রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের পক্ষে ফরম সংগ্রহ করা হয়। সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, জয়া সেন গুপ্ত ও চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী সংসদ সদস্য জয়া সেন গুপ্তও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে দ্বিতীয় দিনে। গতকাল রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয়, বিকাল ৩টা পর্যন্ত ১০০৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ৫ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এ তথ্য নিশ্চিত করেছেনআওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানান, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা বিভাগে ২২৭টি, চট্রগ্রাম বিভাগে ১৮৫টি, ময়মনসিংহ বিভাগে ৮৯টি, সিলেট বিভাগে ৫২টি, খুলনা বিভাগে ১৫৫টি, বরিশাল বিভাগে ৭৯টি, রাজশাহী বিভাগে ১১৯টি ও রংপুর বিভাগে ৯৭টি ফরম বিক্রি হয়েছে।