জাতীয় সংবাদ

গাজায় ইসরায়েলি আরও তিন সৈন্য নিহত

স্থল অভিযানে অংশ নিয়ে ইসরায়েলি ৬১ সেনা নিহতের খবর স্বীকার করেছে ইসরাইল

প্রবাহ রিপোর্ট ঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলায় অংশ নেওয়া ইসরায়েলের সামরিক বাহিনীর আরও তিন সৈন্য নিহত হয়েছেন। শনিবার গাজায় হামাসের সাথে লড়াইয়ে এই সৈন্যরা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার গাজায় স্থল হামলার সময় আইডিএফের তিন রিজার্ভ সৈন্য নিহত হয়েছেন। নিহতরা হলেন, সার্জেন্ট মেজর রানি তাহান (৪০), মাস্টার সার্জেন্ট ইয়াকির বিটন (৩৪)। তারা দুজনই ইসরায়েলের সামরিক বাহিনীর দে নেহেমিয়ায় লড়াইরত ২৬১তম রিজার্ভ বিগ্রেডের ৮৭১৭তম ব্যাটালিয়নে নিযুক্ত ছিলেন। এছাড়া গাজায় স্থল হামলায় অংশ নেওয়া ইসরায়েলি সামরিক বাহিনীর ৮১৫৯তম ব্যাটালিয়নের আর্টিলারি ইউনিটের আরেক কর্মকর্তা মেজর চেন ইয়াহালম (৩৫) নিহত হয়েছেন। শনিবার গাজায় হামাসের যোদ্ধাদের সাথে লড়াইয়ে ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
তবে তারা কোন ধরনের পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। গত ২৮ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় স্থল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা ৬১ জনে পৌঁছেছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে হাসপাতাল, বাসস্থান এবং উপাসনালয়সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থাপনায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলায় উপত্যকায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। তাদের বেশিরভাগই নারী এবং শিশু। আর হামাসের হামলায় ইসরায়েলিদের প্রাণহানি এক হাজার ২০০ জনে পৌঁছেছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে। যদিও প্রথমে হামাসের হামলায় ১ হাজার ৪০০ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button