জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

প্রবাহ রিপোর্ট : সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৯ নভেম্বর থেকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে গতকাল সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি মফিজ মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবদুর রহমান বলেন, মফিজ মোড়ে ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানো হয়। কিন্তু ততক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী গম বোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button