জাতীয় সংবাদ

গাজায় ইনকিউবেটরে থাকা শিশুদের নেওয়া হলো মিশরে

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালের ইনকিউবিটরে থাকা শিশুদের জীবন রক্ষা ও উন্নত চিকিৎসার জন্য মিসরে নিয়ে যাওয়া হয়েছে। গত বুধবার আল-শিফায় হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। ওই সময় এসব শিশু ইনকিউবেটরে ছিল
ওই দিনের হামলার কারণে ‘নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেওয়া এসব অপরিণত’ শিশুর জীবন হুমকির মুখে পড়ে যায়। নানান প্রতিকূলতার মধ্যে তাদের আল-শিফা থেকে উদ্ধার করে মিসরে নিয়ে যাওয়া হয়েছে।
মিসরীয় টিভি চ্যানেল আল কাহেরা টিভির বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (২০ নভেম্বর) উদ্ধারকৃত এসব শিশুর প্রথম গ্রুপটিকে গাজা উপত্যকা থেকে মিসরে নিয়ে যাওয়া হয়। এছাড়া এদিনই আরও দুই ডজনের বেশি শিশু মিসরে প্রবেশ করবে। দখলদার ইসরায়েলিদের হামলা ও জ্বালানির অভাবের কারণে আল-শিফার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুতের অভাবে ইনকিউবেটর বন্ধ হয়ে কয়েকটি শিশু মারাও যায়। এরপর অপরিণত এসব শিশুকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আওয়াজ তোলা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button