জাতীয় সংবাদ

আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা

প্রবাহ রিপোর্ট : ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার কোতোয়ালি থানার এসআই মো. কামরুল হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এই ঘটনায় কেউ গ্রেপ্তার নেই, মামলা তদন্ত চলছে। এ দিকে মামলার এজাহারে বলা হয়, গত সোমবার বিকেল ৩টা ৫২ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করা হয়। এতে আদালতে আসা বিচারপ্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘিœত হয় বলেও অভিযোগ করা হয়। এর আগে প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় রমনা থানার মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানির তারিখ পিছিয়ে ২২ নভেম্বর দিন ধার্য করেন আদালত। গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের শুনানির এ দিন ধার্য করেন। দুপুর ২টা ৫০ মিনিটের দিকে এজলাসে বসেন বিচারক। এ সময় ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা ৪০ মিনিটে বিচারক শুনানির জন্য ২২ নভেম্বর দিন ধার্য করেন। এর প্রায় ২০ মিনিট পর একই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটে। গত ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সেদিনই আদালত শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button