জাতীয় সংবাদ
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিবসহ গ্রেপ্তার ২

প্রবাহ রিপোর্ট ঃ ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ভি পি ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর বড়ইতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিএনপির ডাকা অবরোধের সমর্থনে একটি মিছিল শেষে ফেরার পথে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছে জেলা বিএনপি। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গাফ্ফার। তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামি তারা। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।