জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রের মুখোশ এ দেশের মানুষ ধরে ফেলেছে : মেনন

প্রবাহ রিপোর্ট ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মতো তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এ দেশের মানুষ ধরে ফেলেছে বলে উল্লেখ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি এবং সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার বিকেলে তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উদ্যোগে পার্টির পলিটব্যুরোর সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শ্রমিক অধিকারের বিষয়ে সম্প্রতি যে ঘোষণা স্বাক্ষর করেছেন তা তাদের মানবাধিকার সম্পর্কিত বক্তব্যের মতোই প্রতারণামূলক। বস্তুত খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই আইএলও’র কোর কনভেনশনের মূল দু’টি বিষয় যথা সংগঠিত হওয়ার অধিকার এবং দরকষাকষির অধিকার যথাক্রমে ৮৭ ও ৯৮ আজ পর্যন্ত স্বাক্ষর করেনি। আর তাদের এ শ্রমিক অধিকারের এ মুহূর্তের অন্যতম লক্ষ্যও বাংলাদেশ ও বাংলাদেশের রপ্তানি শিল্প। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে রাজনৈতিকভাবে নিতে না পেরে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। তার অন্যতম হাতিয়ার এ বাইডেনের তথাকথিত শ্রমিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মতো এ তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে ফেলেছে। আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, পার্টির পলিটব্যুরোর সদস্য ড. সুশান্ত দাস, কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য হিমাংশু সাহা। সভা সঞ্চালনা করেন কিশোর রায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button