জাতীয় সংবাদ

ফিলিস্তিনিদের নগ্ন করে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি বর্বরতার বেড়েই চলেছে

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী ক্যাম্পের কাছে অসংখ্য বেসামরিক সাধারণ মানুষকে আটক করেছে দখলদার ইসরায়েলি সেনারা। এরপর তাদের নগ্ন করে সেনাবাহিনীর গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। যদিও ইসরায়েল দাবি করেছে, এসব সাধারণ ফিলিস্তিনি তাদের কাছে আত্মসমর্পণ করেছে। আর তারা সশস্ত্র গোষ্ঠী হামাসের সন্দেহভাজন সদস্য। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, যাদের ইসরায়েলি সেনারা আটক করেছে তারা বেসামরিক সাধারণ মানুষ। কিন্তু তা সত্ত্বেও তাদের নগ্ন করে অত্যাচার চালানো হয়েছে। সাধারণ ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে— ওই ফিলিস্তিনিদের গায়ের সব কাপড় খুলে ফেলা হয়েছে (শুধুমাত্র আন্ডারওয়্যার পরিহিত), তাদের হাত ও চোখ বেধে রাখা হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অর্ধনগ্ন এসব ফিলিস্তিনিকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button