জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

প্রবাহ রিপোর্ট : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার যুবক শাহজালাল (৩৫)। গত বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সময় রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকার শোনামিয়া মাদবরের ছেলে। জীবিকার তাগিদে তিনি নয় বছর ধরে জোহানেসবার্গ শহরে থাকতেন। তার চাচাতো ভাই আব্দুস সামাদ মাদবর এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, নয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শাহজালাল। সেখানে তিনি একটি দোকান দেন। ওই দোকানে গত বুধবার রাত ৮টার দিকে সন্ত্রাসীরা গিয়ে চাঁদা দাবি করে। এসময় তিনি চাঁদা দিতে না চাইলে দুর্বৃত্তরা তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা শাহজালালকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তার মৃত্যুর খবর পান স্বজনরা। এতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতের চাচাতো ভাই আব্দুস সামাদ মাদবর বলেন, ভোরে ওর মৃত্যুর খবর পাই। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। নিহতের মা সুরিয়া বেগম বলেন, আমার বাবারে দেড় মাস আগে বিয়ে করাইছি। মোবাইল ফোনে কাবিন করাইছি। কয়দিন পর বাবায় বাড়ি আইবো। বাড়িতে আমার বউমাকে আনবো। আর কিছুই হইলো না। আমার বাবার লাশটা দ্রুত আনার ব্যবস্থা করেন। শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। মৃতদেহ দেশে আনতে যদি কোনো সহায়তা দরকার হয়, তাহলে আমরা সেটা করব। উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মো. রিয়াজুল আলম বলেন, এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button