জাতীয় সংবাদ
কারাগার থেকে মুক্তি পেলেন ইভ্যালির রাসেল
প্রবাহ রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পেলেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেল সুপার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল একাধিক মামলায় কারাগারে বন্দি ছিলেন। তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে গত সোমবার সন্ধ্যায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।