জাতীয় সংবাদ

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

ভূমি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হলেন খুলনার নারায়ন চন্দ্র (খুলনা-৫)

প্রবাহ রিপোর্ট ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠন করল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। বৃহস্পতিবার শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা-মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়- আসাদুজ্জামান খান (ঢাকা-১২) অর্থ মন্ত্রণালয়- আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় – আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়- ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)। শিল্প মন্ত্রণালয়- নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (নরসিংদী-৪)। শিক্ষা মন্ত্রণালয়- মহিবুল হাসান চৌধুরী ((চট্টগ্রাম-৯)। সমাজকল্যাণ মন্ত্রণালয়- দীপু মনি (চাঁদপুর-৩)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- তাজুল ইসলাম (কুমিল্লা-৯)। আইন মন্ত্রণালয়- আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)। পররাষ্ট্র মন্ত্রণালয়-মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)। খাদ্য মন্ত্রণালয়- সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)। অর্থ মন্ত্রণালয়- আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়- উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়- আব্দুর রহমান (ফরিদপুর-১)। রেলপথ মন্ত্রণালয়- জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)। ভূমি মন্ত্রণালয়- নারায়ন চন্দ্র (খুলনা-৫)। শিক্ষা মন্ত্রণালয়- মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)। পরিকল্পনা মন্ত্রণালয়- আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়- ফরিদুল হক খান (জামালপুর-২)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়- সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)। বস্ত্র ও পাট মন্ত্রণালয়- জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়- ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button