উত্তর ফিলিস্তিনকে মুক্ত করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ
গাজায় নিহতের সংখ্যা ২৭ হাজার ছুঁইছুঁই

সরে ইসরায়েলী যাচ্ছে সেনারা, তেল আবিবে ২ ঘণ্টায় হাজার ক্ষেপণাস্ত্র ছুঁড়তে সক্ষম হিজবুল্লাহ ; যা বড় বড় ভবন ধ্বংস করবে বলে আশঙ্কা করছে ইসরায়েল
প্রবাহ রিপোর্ট ঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৬ হাজারে ৯০০-তে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার। বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৫০ জন নিহত এবং প্রায় ৩১৩ জন আহত হয়েছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে হাসপাতালে আনা হয়েছে এমন নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ২৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৬৫ হাজার ৯৪৯ ফিলিস্তিনি। অপরদিকে হিজবুল্লাহ ইতোমধ্যেই ইসরায়েলের কবজা থেকে উত্তর ফিলিস্তিনকে মুক্ত করতে সক্ষম হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। লেবাননের সঙ্গে সংঘাতে না যেতে ফিলিস্তিনের উত্তরাঞ্চলের ইসরায়েলি সেনা কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীকে কাবু করতে মাত্র দুই ঘণ্টায় তাদের রাজধানী তেল আবিবে এক হাজার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সক্ষমতা রয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর। ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব সংবাদমাধ্যম আল-মায়াদিন। প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর কাছে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তার মধ্যে অধিকাংশই নিখুঁত নিশানায় আঘাত করতে সক্ষম, আর অন্যগুলো তেল আবিবের আকাশচুম্বি দালানগুলোয় নিশানা করতে পারে। তেল আবিবের এসব স্থাপনার ব্যাপারে ইসরায়েলের রিপোর্টে বিশদ আলোচনা করা হয়নি, তবে হিজবুল্লাহ এগুলোকে ‘পরবর্তী যুদ্ধের টার্গেট’ বলে অভিহিত করেছে বলে জানানো হয়। উল্লেখ্য, ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে এসেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।