জাতীয় সংবাদ

সারা দেশের ন্যায় বিভিন্ন জেলা ও উপজেলায় এসএসসি পরীক্ষা শুরু

প্রবাহ ডেস্ক
সারা দেশের সাথে ন্যায় খুলরা বিভাগে সুষ্ঠ ও সন্দুর পরিবেশে শুরু হয়েছে এসএসসি , পরীক্ষা শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
নড়াইল
নড়াইলে বৃহস্পতিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু পর জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারেক আল মেহেদী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারসহ সংশ্লিষ্টরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ বছর জেলায় ৩ উপজেলায় মোট ২১টি কেন্দ্রের মাধ্যমে (এসএসসি ১৪টি, দাখিল-৩টি এবং ৪টি দাখিল (ভোকেশনাল) ৯ হাজার ৯ শত ১৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করছে।
কলাপাড়া
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এলাকার ৯টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় ২,৯৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে প্রচুর অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে ঘুরে দেখা যায়, পরীক্ষার্থীদের তল্লাসী করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফুলতলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৪ গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আাদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউ.আর.সি ইন্সট্রাকটর রুহুল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কানিজ ফাতেমা, সুলতানা ফেরদৌসী, সরদার মনিরুল ইসলাম, বি.এম রফিকুল ইসলাম, কে.এম গোলাম রব্বানী, এইচ এম সিহাব উদ্দীন ওমর প্রমুখ। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুলতলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ আগামী ২১ ফেব্রুয়ারী ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহঃস্পতিবার বেলা ১১ টায় উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ফুলতলা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ হানিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, সরকারি ফুলতলা মহিলা কলেজের অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, ফুলতলা এম এম কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, নির্বাচন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম আরা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button