জাতীয় সংবাদ

গাইবান্ধায় বিচার দাবিতে লাশ নিয়ে থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

প্রবাহ রিপোর্ট : গাইবান্ধায় ফুলছড়িতে জমি নিয়ে সংঘর্ষে নুরুন্নবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্বজন-এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে লাশ কাঁধে নিয়ে থানা ঘেরাও করেন তারা। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে লাশ ছিনিয়ে নেয়। পরে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন করে বিক্ষুব্ধ জনতা। এর আগে গত সোমবার সকালে নিজ এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুন্নবী। পরে গতকাল মঙ্গলবার ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নিহত নুরুন্নবীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নুরন্নবীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে আহত নুরুন্নবীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। এদিন সকাল সাড়ে ৯টার দিকে নিহতের স্বজনরা হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে ফুলছড়ি থানায় এলে পুলিশের সঙ্গে তাদের কথা কাটকাটি হয়। একপর্যায়ে পুলিশ সেখানে লাঠিচার্জ করেন। পরে লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নুরুন্নবী হত্যায় অভিযুক্ত আব্দুল গোফফার ও জহুরুল মিয়া নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button