জাতীয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় ঘুমিয়ে থাকা মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে পিতা। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল বুধবার ভোরে ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ব্যাক্তি- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকার রশিদ বাগমারের ছেলে কাউসার বাগমার (২৩)। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ২-৩ বছর যাবত কাউসার বাগমার মাদকাসক্ত ছিল। বিভিন্ন সময় মাদক সেবনের টাকার জন্য বাড়িতে আসবাবপত্র ভাংচুর করতো। এছাড়া মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করতো। তার অত্যাচারে বাবা-মা অতিষ্ঠ হয়ে পড়ে। গতকাল বুধবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার পিতা কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। কালীগঞ্জ থানার ওসি মাহতাব উদ্দিন জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতা ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা রশিদ বাগমারকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button