২৩৯ কোটি টাকায় ভারত থেকে কেনা হবে ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার

প্রবাহ রিপোর্ট : ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে খুচরা যন্ত্রাংশসহ ১টি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২৩৯ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ১০৩.৫৫ টাকা। গতকাল বুধবার দুুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী’র সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান অনুমোদিত প্রস্তাবগুলো নিয়ে সাংবাদিকদের জানান। তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২৯ এর আওতায় খুচরা যন্ত্রাংশসহ ১টি ট্রেইলিং সাকশন হোপার ড্রেজার (হোপার ক্যাপাসিটি ১০০০ ঘনমিটার) সংগ্রহের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৩৯ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ১০৩.৫৫ টাকা। ভারতের কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে ড্রেজার কেনা হবে। এছাড়া ২০২৩-২০২৪ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ১২০ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৬৬.৩৭৫ মার্কিন ডলার। যা আগে ছিলো ৩৭১.৩৭২৫ মার্কিন ডলার। ১৩ দিনের ছুটিতে যাচ্ছে বুয়েটপবিত্র রমজান, ঈদুল ফিরত ও পহেলা বৈশাখ মিলিয়ে বৃহস্পতিবার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ১৩ দিনের ছুটি পাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ঈদের ছুটির পর আগামী ১৭ এপ্রিল একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি প্রণয়ন করা হয়েছে। এছাড়া, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর ও নববর্ষের উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ছুটিতে থাকবে। ১৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম পুনরায় চালু হবে। গত ২৭ মার্চ ফোরকান উদ্দিন স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।