থানচিতে কেএনএফের সঙ্গে পুলিশ-বিজিবির গোলাগুলি

সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার অবশেষে অক্ষত উদ্ধার # কুকি-চিনের সন্ত্রাসীরা বাজারের বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পুলিশ ফাঁড়ির দিকে গুলি করতে করতে অগ্রসর হচ্ছে, সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকি-চিনের বিরুদ্ধে সাড়াশি অভিযানে চলছে পাহাড়ে
প্রবাহ রিপোর্ট ঃ বান্দরবানের থানচি বাজারে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ৯টা থেকে থানচি বাজারে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। পরিস্থিতির বর্ণনা দিয়ে ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ‘রাত ৯টার দিকে একদল সশস্ত্র লোক এসে থানচি বাজারে গুলি শুরু করে। পরে তারা থানায় গুলি চালায়। পুলিশ আর বিজিবিও পাল্টা গুলি করছে। হাসপাতালের পেছন দিকেও গুলি হচ্ছে। পরিস্থিতিটা আসলে এরকমই। পরে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারব।’ থানচি বাজারের একজন ব্যবসায়ী বলেন, ‘চারদিকে প্রচ- গোলাগুলি হচ্ছে। অবস্থা ভয়াবহ। এখন কথা বলার মত অবস্থায় নেই।’ তবে গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক পুলিশ বা বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বিকালে মুন্নমপাড়া, আত্তাপাড়া সীমান্তবর্তী এলাকায় কেএনএফের সঙ্গে যৌথবাহিনীর কয়েক দফা গোলাগুলির খবর পাওয়া যায়। থানচি ১নং রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা বলেন, আজ রাত ৮টা থেকে গোলাগুলি চলছে। আমরা বাড়ির দরজা বন্ধ করে বসে আছি। কয়েকজন স্থানীয় বলেন, প্রচ- গোলাগুলি চলছে। সন্ত্রাসীরা বাজারের বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চতুর্দিকে গুলিবর্ষণ করছে। থানচি থানার দিকে গুলি করে করে অগ্রসর হচ্ছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।’