জাতীয় সংবাদ

যানজটের পরিস্থিতি দেখলেই ড্রোন ক্যামেরায় মহাসড়ক পর্যবেক্ষণ

প্রবাহ রিপোর্ট : স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকার কর্মস্থল থেকে ঘরে ফিরছে মানুষ। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ উত্তরের মহাসড়কে ক্রমশই বাড়ছে গাড়ি। তবে গতকাল শনিবার পর্যন্ত তেমন কোনো চাপ লক্ষ্য করা যায়নি। পুলিশ জানিয়েছে, উত্তরের ঈদযাত্রা নির্বিঘœ করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যানজটের পরিস্থিতি দেখলেই ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে মহাসড়ক। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজারেরও বেশি গাড়ি চলাচল করেছে। গতকাল শনিবার সকাল থেকেই পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়লেও দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কড্ডার মোড় ও নলকা এলাকায় গিয়ে দেখা যায়, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ঈদ উপলক্ষে কর্মজীবী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। এ কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে গাড়ির সংখ্যা ক্রমশই বাড়ছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। পূর্ণ গতিতেই যানবাহন চলছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান ম-ল বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। পুরো জেলায় ৭০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও তদারকির জন্য সিনিয়র কর্মকর্তারও মহাসড়কেই অবস্থান করবেন। তিনি আরও বলেন, রোববার থেকে ঝাঐল ওভারব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ২৪ ঘণ্টা মনিটরিং করবে ড্রোন ক্যামেরা। প্রয়োজনে ক্যামেরা যে কোনো স্থানে মুভ করা হবে। ক্যামেরা যাতে রাতেও কাজ করে তার জন্য নাইট ভিশন ড্রোন ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৮ হাজার ৭১০টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে দুই কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button