বরিশালে নিখোঁজ শিশুর লাশ মিলল খালে

প্রবাহ রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিখোঁজ শিশুর লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি এস এম মাকসুদ আলম জানিয়েছেন। পরিবার শিশুর মৃত্যু রহস্যজনক দাবি করায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। শিশু হাসান খান (১০) উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর এলাকার রাসেল খানের ছেলে। হাসান ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। ওসি এস এম মাকসুদ আলম অভিভাবকের বরাত দিয়ে জানান, সকাল ১০টার পর থেকে রাসেলের কোনো সন্ধান পায়নি পরিবার। বিকেল ৩টার দিকে বাড়ির সামনে খালে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরিবারের দাবি হাসান সাঁতার জানতো। পুকুরে ডুবে মারা গেলে তো পেটে পানি থাকতো। তারা শিশুর মৃত্যু রহস্যজনক দাবি করেছে। তাই শিশুর মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তাই লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।