জাতীয় সংবাদ

বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবেন: কাদের

প্রবাহ রিপোর্ট : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অনেকে অংশ নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রকাশ্যে উপজেলা পরিষদ নির্বাচনের বিরোধিতা করলেও আমার জানামতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন। উপজেলা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রী-এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না- এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। ওবায়দুল কাদের বলেন, প্রশাসনও কোনো রকম কোথাও হস্তক্ষেপ করবে না। নির্বিঘেœ ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে ২৫ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের এমন তথ্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটাই সত্য তা তো আমরা মেনে নিচ্ছি না। ২৫ ধাপ পিছিয়েছে? আমি রাষ্ট্রদূতকে (মার্কিন) জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে। সেটার জবাব আগে দিন। বিএনপি বলছে তারা আন্দোলনের কৌশল পরিবর্তন করছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এটির কী জবাব দেবো? তারা আন্দোলন থেকে গণঅভ্যুত্থানে গেলো, গণঅভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে এলো, এ গণআন্দোলন তো অন্তঃসারশূন্য। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে কোনো আবেদন পাবলিকের কাছে নেই। পাবলিকের কোনো সম্পৃক্ততা নেই। আর পাবলিকের কোনো সম্পৃক্ততা যে আন্দোলনে নেই, সেটা কোনো আন্দোলনই না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button