জাতীয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

প্রবাহ রিপোর্ট : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরের কোয়ার্টার গার্ড এবং বিজিবি কার্যালয় পরিদর্শন করেন। দুপুরে বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন বিজিবি মহাপরিচালক। এ সময় তিনি ১১ বিজিবির অধীন চাকঢালা বিওপি (বর্ডার অবজারবেশন পোস্ট) পরিদর্শন করেন। তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর পালিয়ে আসার স্পটগুলোরও খোঁজখবর নেন। সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেন। তবে বিজিবি মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলেননি। এ সময় তার সঙ্গে ছিলেন– বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি কক্সবাজার রামু সেক্টর এবং এর অধীনস্থ বিজিবি ব্যাটালিয়নের নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়কসহ বিজিবির কর্মকর্তারা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button