রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ১৪ কোটি টাকা সহায়তা সুইডেনের
প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য ১.২ মিলিয়ন ডলার (১৪.৫০ কোটি টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪.৬ মিলিয়ন মানুষের পাশে সুইডেন দাঁড়িয়েছে। এ ঝড়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সুইডেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মানবিক সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে সুইডিশ রেডক্রস, সেভ দ্য চিলড্রেন ও ইসলামিক রিলিফের মাধ্যমে ১.২ মিলিয়ন ডলার। এটি ৮৬ হাজার জনেরও বেশি মানুষকে মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বাসস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ দেবে। যেখানে ১৫ হাজার শিশুকে স্কুলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এ অবদান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পরিপূরক। সুইডিশ রেডক্রস বিডিআরসিএস-এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ৬ হাজার ৫০০ পরিবারকে নগদ সহায়তা দেবে। এটি দুর্বল ব্যক্তিদের খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত পেতে সক্ষম হবে। সেভ দ্য চিলড্রেন খুলনা ও বরগুনা জেলার ২ হাজার পরিবারের জন্য নগদ অনুদান, স্বাস্থ্যবিধি সামগ্রী ও ৬০০ পরিবারকে আশ্রয় সহায়তা দেবে। ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রাপ্ত ২৪টি স্কুল মেরামত করতেও সহায়তা দেওয়া হবে। যাতে ১৫ হাজার শিশু স্কুলে ফিরে যেতে সক্ষম হয়। ইসলামিক রিলিফ পটুয়াখালী ও বরগুনা জেলার ৭ হাজার ২০০টি পরিবারের জন্য নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সরবরাহ করবে। বিশেষ করে নারী, বিধবা, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের নেতৃত্বে থাকা পরিবারের ওপর বিশেষ প্রাধান্য দেওয়া হবে। সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা ও জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মোট ৭.৫ মিলিয়ন ডলার (আনুমানিক ৮৭.৬ কোটি টাকা) দিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়া দিয়েছে।