জাতীয় সংবাদ

রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়ে ১৪ কোটি টাকা সহায়তা সুইডেনের

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য ১.২ মিলিয়ন ডলার (১৪.৫০ কোটি টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার সুইডিশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪.৬ মিলিয়ন মানুষের পাশে সুইডেন দাঁড়িয়েছে। এ ঝড়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, সুইডেন ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মানবিক সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে সুইডিশ রেডক্রস, সেভ দ্য চিলড্রেন ও ইসলামিক রিলিফের মাধ্যমে ১.২ মিলিয়ন ডলার। এটি ৮৬ হাজার জনেরও বেশি মানুষকে মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাদ্য, বাসস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ দেবে। যেখানে ১৫ হাজার শিশুকে স্কুলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এ অবদান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়ার পরিপূরক। সুইডিশ রেডক্রস বিডিআরসিএস-এর মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার ৬ হাজার ৫০০ পরিবারকে নগদ সহায়তা দেবে। এটি দুর্বল ব্যক্তিদের খাদ্য ও ওষুধের মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো দ্রুত পেতে সক্ষম হবে। সেভ দ্য চিলড্রেন খুলনা ও বরগুনা জেলার ২ হাজার পরিবারের জন্য নগদ অনুদান, স্বাস্থ্যবিধি সামগ্রী ও ৬০০ পরিবারকে আশ্রয় সহায়তা দেবে। ঘূর্ণিঝড়ে ধ্বংসপ্রাপ্ত ২৪টি স্কুল মেরামত করতেও সহায়তা দেওয়া হবে। যাতে ১৫ হাজার শিশু স্কুলে ফিরে যেতে সক্ষম হয়। ইসলামিক রিলিফ পটুয়াখালী ও বরগুনা জেলার ৭ হাজার ২০০টি পরিবারের জন্য নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সরবরাহ করবে। বিশেষ করে নারী, বিধবা, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের নেতৃত্বে থাকা পরিবারের ওপর বিশেষ প্রাধান্য দেওয়া হবে। সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম মানবিক দাতা ও জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যা ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মোট ৭.৫ মিলিয়ন ডলার (আনুমানিক ৮৭.৬ কোটি টাকা) দিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য সাড়া দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button