জাতীয় সংবাদ
মাগুরায় পুকুর পাড়ে মিলল যুবকের লাশ
প্রবাহ রিপোর্ট ঃ মাগুরার পূর্ব দোয়ারপাড় এলাকার আল-আমীন টাস্ট্র দাখিল মাদ্রাসার পশ্চিমপাশের পুকুর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার নিশ্চিত করে জানান, স্থানীয়রা সকালে পুকুর পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।