জাতীয় সংবাদ

সাংবাদিককে মারধর : আওয়ামী লীগ নেতা আসাদকে শোকজের নির্দেশ

প্রবাহ রিপোর্ট : সাংবাদিক রফিকুল ইসলামকে মারধরের ঘটনায় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শুরু হওয়ার আগে তিনি এ নির্দেশ দেন। এদিন ওবায়দুল কাদের নিজ চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেন। এ সময় সাংবাদিকরা গত সোমবার (৮ জুলাই) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আওয়ামী লীগ নেতার হাতে সাংবাদিক রফিকুল ইসলাম মারধরের শিকার হন বলে জানান ওবায়দুল কাদেরকে। তখন তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদকে শোকজ করতে নির্দেশ দেন। এ সময় ওবায়দুল কাদের নির্দেশ দেন, আজকের পর থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ যেন ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও দলীয় প্রধান শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে প্রবেশ করতে না পারেন। কাদের বলেন, আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সে নাকি আমার নাম ব্যবহার করেও অর্পকর্ম করছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button