জাতীয় সংবাদ
জামালপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
প্রবাহ রিপোর্ট : জামালপুর-সরিষাবাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের স্লুইচগেট মোড়ে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে এলাকার লোকজন সড়কের পাশে এক লাশটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে সাদা রঙের পায়জামা ছিল। জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বলেন, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সদর থানায় মামলা করা হবে।