জাতীয় সংবাদ
কেসিসি মেয়রের বাড়ির সামনে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ :

গুলিবিদ্ধসহ আহত ৩৫
প্রবাহ রিপোর্ট ঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের বাসভবনে হামলাকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত প্রায় ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় উভয়পক্ষের ৩৫ জন আহত হয়। আহত ২৫ আন্দোলনকারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। এর মধ্যে অনেকেই গুলিবিদ্ধ। আহত পুলিশ সদস্যরা জেলা পুলিশ হাসপাতাল চিকিৎসা নিচ্ছে।



