জাতীয় সংবাদ

হামলা-লুটপাট রুখে দিতে হবে : সমন্বয়ক নাহিদ

প্রবাহ রিপোর্ট : উসকানি-লুটপাট ও হামলা রুখে দেওয়ার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। গতকাল মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান নাহিদ। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, সরকারি স্থাপনা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সব স্থাপনা ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে হবে ছাত্রজনতাকে। কারো বাড়িতে হামলা, লুটপাট রুখে দিতে হবে। প্রতিহিংসা ও রক্তপাত অভ্যুত্থানকে ব্যর্থ করবে। সবার প্রতি আহ্বান থাকবে শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে থাকার জন্য। এদিকে সন্ধ্যা ৬টার পরপরই বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকে অন্য একটি গাড়িতে প্রবেশ করতে দেখা যায়। এর আগে গত সোমবার বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সেনা কর্মকর্তাদের সঙ্গে সভা করেন রাষ্ট্রপতি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button