জাতীয় সংবাদ

বৈধ শিক্ষার্থীরা উঠছেন ঢাবির হলে, নেই রাজনৈতিক কোলাহল

প্রবাহ রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে গত মঙ্গলবার। এরপর থেকেই শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেন। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায়, বিজয় একাত্তর হল, বঙ্গবন্ধু হল, জিয়াউর রহমান হল, জসীমউদদীন হল, রোকেয়া হলসহ সব হলেই ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের অনেকেই এরইমধ্যে হলে উঠেছেন। শুধুমাত্র নিয়মিত বৈধ শিক্ষার্থীরাই এবার হলে উঠতে পারছেন। গ্রাম থেকেও শিক্ষার্থীরা হলে ফিরছেন। হলের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এক দুইজন করে হলগেটে অবস্থান নিয়ে বৈধ শিক্ষার্থীরা প্রবেশ করছে কী না সেই বিষয়টি দেখছেন। পাশাপাশি ছাত্র রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউ যাতে হলে প্রবেশ করতে না পারে সে বিষয়টিও শিক্ষার্থীরা নিশ্চিত করছেন। এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি অনলাইন সিন্ডিকেট মিটিংয়ে হল খোলার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, হলে বৈধ শিক্ষার্থীদের উঠানো ও হলসমূহের সেবা কার্যক্রম চালু রাখার কথা জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করার কথাও জানানো হয়। এর আগে হলে ওঠা সম্পর্কিত একটি নির্দেশনায় জানানো হয়, স্নাতকোত্তর শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের হলে উঠতে দেওয়া হবে না। তাদের জিনিসপত্র বের করে দেওয়া হবে। একইসঙ্গে স্নাতক দিয়েছেন কিন্তু বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হননি এমন শিক্ষার্থীদেরকেও হলে উঠতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের দাবি, তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও হলের অভ্যন্তরে কোন ধরনের লেজুড়বৃত্তি রাজনীতি চান না। তবে তারা ছাত্র সংসদ চালুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। যদি কোন ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন হল দখলের চেষ্টা করে সেটিও সমন্বিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তারা। এ ছাড়াও হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হাউস টিউটরদের সঙ্গেও আলাপ আলোচনা করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button