বরিশালে পত্রিকা অফিসে হামলা, বিএমএসএফ’র প্রতিবাদ

প্রবাহ রিপোর্ট ঃ স্থানীয় একটি পত্রিকা অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও বার্তা সম্পাদককে মারধর করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পত্রিকা অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। রোববার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক বিবৃতিতে এ দাবি করেছেন। বরিশাল ক্রাইম নিউজ পত্রিকার বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন বলেন, নগরীর ফকির বাড়ি রোডস্থ ভূঁইয়া ভনের তৃতীয় তলার অফিসে গত ৯ আগস্ট দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় কাজ করছিলাম। আকস্মিক মুখোশধারী ৪/৫ জন সন্ত্রাসীরা রামদা, চাপাতি, লোহার রড নিয়ে অফিসে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আমার গলায় চাপাতি ঠেকিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে এবং সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিবকে খোঁজাখুজি করে। তিনি আরও জানান, হামলাকারীরা অফিসের মালামাল ভাঙচুরসহ মোবাইল ও অফিসের গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার রাকিব বলেন, কি কারণে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা অফিসে হামলা করেছে তা এখনো স্পষ্ট করে বলতে পারছিনা। সবাই মুখ বাঁধা অবস্থায় থাকায় কাউকে চিনতে পারেনি। তবে এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।