মৌলভীবাজার আ. লীগ-যুবলীগ সভাপতিসহ ১৫৫ জনের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাত আরও ২০০ জনকে। বুধবার রাতে মৌলভীবাজার সদর মডেল থানায় এ মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম। মামলায় অন্যতম আসামিদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাবেক এমপি নেছার আহমদ, সদ্য বিদায়ী এমপি জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক প্রমুখ। জানা যায়, গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমোহনায় আন্দোলন কর্মসূচির সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদির তালুকদার।