জাতীয় সংবাদ

জাতীয় কবির নাতি কাজী অনির্বাণ আর নেই

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে কাজী অনির্বাণ মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজী নজরুল ইসলামের সন্তানদের পরিবারের যে শাখাটি পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন, কাজী অনির্বাণ ছিলেন তারই অন্যতম সদস্য। কবির নাতনি ও সুপরিচিত শিল্পী খিলখিল কাজীও তার ভাই কাজী অনির্বাণের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে কী পরিস্থিতিতে আচমকা তার মৃত্যু হলো, সুইজারল্যান্ডে তিনি বেড়াতে না কি অন্য কোনো কাজে গিয়েছিলেন- সেটা এখনও স্পষ্ট নয়। তবে সুইজারল্যান্ডে সে সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন এবং তারা দিনকয়েক আগেই সে দেশে যান। প্রয়াত কাজী অনির্বাণ ব্যক্তিগত জীবনে ছিলেন একজন চিত্রশিল্পী। তিনি কলকাতার কাছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, তার স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকেও তার প্রয়াণে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button