জাতীয় সংবাদ

গাইবান্ধায় শেখ হাসিনাসহ ৭০ জনের নামে মামলা

প্রবাহ রিপোর্ট : গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ছাত্র আন্দোলনে আহত মো. ওয়াহেদুর রহমান বাদী হয়ে অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মতিনের আদালতে মামলাটি করেন। অন্য আসামিরা হলেন, সাবেক পুলিশ সুপার কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম, গাইবান্ধা থানার ওসি মো. মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক ম-ল, গাইবান্ধা যুবলীগের সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজীব, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক মামুনসহ আরও ৫০- ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে একটি মিছিল সার্কিট হাউজের দিকে যাওয়ার শেখ হাসিনার নির্দেশে সাবেক পুলিশ সুপার কামাল হোসেন ও দায়িত্বরত পুলিশ সদস্যরাসহ ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে হত্যার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ইটপাটকেল ও গুলি ছোড়ে। এসময় ওয়াহেদুর রহমানের শরীরে নয়টি গুলি লাগে। এসময় সাক্ষী মো. রাশেদুজ্জামান আশিকসহ চার শতাধিক ছাত্র-জনতা আহত হন। মামলার বাদী ওয়াহেদুর রহমান রহমান বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলাম। ওই দিনের ঘটনায় অসংখ্য ছাত্র-জনতা আহত হলেও কোনো রাজনৈতিক দল প্রকৃত দোষীদের বিচার দাবি করেনি। এ জন্য আহতদের বিচারের দাবিতে আমি বাদী হয়ে আদালতে মামলাটি করি। বাদীপক্ষের আইনজীবী মো. রেজওয়ানুল হক ম-ল বলেন, শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলাটি ফাইল করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button