জাতীয় সংবাদ

বিএমএ হল অব ফেইমে অন্তর্ভুক্ত হলেন সেনাপ্রধান

প্রবাহ রিপোর্ট : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) হল অব ফেইমে অন্তর্ভুক্ত হয়েছেন। সপ্তম সেনাবাহিনী প্রধান হিসেবে গতকাল সোমবার তিনি হল অব ফেইমে অন্তর্ভুক্ত হন। এসময় সেনাবাহিনী প্রধানের সহধর্মিনীও উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রিতে কমিশন লাভ করেন। ওয়াকার-উজ-জামান চলতি বছরের ২৩ জুন ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button