জাতীয় সংবাদ

অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র : ফারুকী

প্রবাহ রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। অন্যদিকে গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। এটি মূলত অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজের একটি ভিডিও। যেখানে তুলে আনা হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো নির্যাতিত মানুষের নানান কথা। এর ক্যাপশনে লেখা, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণ-আন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলব না কিছুই’। ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন তিশা ফারুকীকে অভিনন্দন জানিয়ে যা বললেন তিশা ভিডিওটি শেয়ার করেন ফারুকী লিখেছেন, ‘অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যতো অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিব কীভাবে আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেল, কীভাবে আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেল, কীভাবে পলাশী এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে’! গত রোববার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনে মোস্তফা সরয়ার ফারুকীকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসব ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, না বলাটা মুশকিল’।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button