জাতীয় সংবাদ

গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে জেলা-উপজেলায় সভার সিদ্ধান্ত

প্রবাহ রিপোর্ট : গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সুবিধাজনক কোনো দিনে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা প্রশাসকরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাক্রমে নিজ জেলা সদরে বা ক্ষেত্রমতো সিটি করপোরেশন এলাকায় এবং নিজ উপজেলায় স্ব স্ব ব্যবস্থাপনায় উক্ত স্মরণসভা আয়োজন করবেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button