জাতীয় সংবাদ

কিশোর গ্যাংয়ের হামলায় যুবক নিহত

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লার তিতাসে চাঁদার দাবিতে মারধরের দুই সপ্তাহ পর স্বপন ভূঁইয়া (৩২) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ হত্যাকা-ের বিচারের দাবিতে স্বজনরা লাশ নিয়ে থানায় হাজির হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৯টায় তিতাস থানায় এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, চাঁদার জন্য স্থানীয় কিশোর গ্যাং তাকে পিটিয়ে আহত করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্বপন ভূঁইয়া উপজেলার ওমরপুর গ্রামের সোবহান ভূঁইয়ার বড় ছেলে। স্বপনের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আট মাস আগে স্বপন কুয়েত থেকে দেশে ফেরার পর স্থানীয় কিশোর গ্যাং তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি করা চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা ৩১ অক্টোবর রাতে বাড়ি থেকে স্বপনকে তুলে নিয়ে মারধর করে। পরে স্বজনরা তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোরে স্বপন মারা যান। এ বিষয়ে তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, নিহত স্বপন ভূঁইয়ার স্বজনরা তার লাশ নিয়ে রাত সাড়ে ৯টায় থানায় এসেছেন। স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের মারধরের শিকার হয়ে মারা যাওয়ার অভিযোগ করেছেন স্বজনরা। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বোন আয়েশা আক্তার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button