জাতীয় সংবাদ

ঢাকায় তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন

প্রবাহ রিপোর্ট : ঢাকায় আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন উদ্বোধন করবেন। এতে ৮০টি দেশের ২ শতাধিক আলোচক ও ৮০০ ‘র বেশি প্রতিনিধি অংশ নেবেন। গতকাল শুক্রবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজিএস’র বিশেষ আয়োজনে এ সম্মেলনের ঘোষণা দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি বলেন, ভূ-রাজনীতি বিষয়ক এ সম্মেলনটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ট্র্যাক–২ ডিপ্লোম্যাসিকে সহজতর করার একটি প্ল্যাটফর্ম। বিওবিসির তৃতীয় সংস্করণের থিম নির্ধারণ করা হয়েছে ‘এ ফ্র্যাকচারড ওয়ার্ল্ড’। এ সম্মেলন-ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে বিবেচিত হয় এমন সমস্যাগুলোকে চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করবে। সম্মেলনে সিজিএস’র পার্টনার হিসেবে রয়েছে ইউএসএইড, ইউএন বাংলাদেশ, ইউএনডিপি, দ্য এশিয়া ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ, কানাডিয়ান হাই কমিশন বাংলাদেশ, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং, এয়ার এশিয়াসহ দেশ-বিদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে জিল্লুর রহমান বলেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ গত দুই বছর ধরে বার্ষিক বে অব বেঙ্গল কনভারসেশনের আয়োজন করে আসছে। বিগত বছরগুলোতে এ সম্মেলনটি আয়োজন করতে সরকারের পক্ষ থেকে নানা বাধা দেওয়া হয়েছিল, তবে এ বছর আমরা অনেক সহযোগিতা পাচ্ছি। এটি আমাদের তৃতীয় বছর এবং আমাদের সবচেয়ে বড় এ আয়োজনটি করতে যাচ্ছি। তিনদিনের সম্মেলন আনুষ্ঠানিকভাবে ১৬ নভেম্বর শুরু হবে। এ বছরের সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি এবং ৮০০ জন অংশগ্রহণকারী একত্র হবেন। সমসাময়িক বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য ঢাকায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এমন অনেক ব্যক্তিকে দেখতে পাওয়া অত্যন্ত অনুপ্রেরণাদায়ক হবে বলে জিল্লুর রহমান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ তার ইতিহাসের এক অনন্য মুহূর্তে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক ঘটনা আমাদের জন্য সংলাপ ও সহযোগিতার জন্য একটি নতুন পথ উন্মুক্ত করাসহ, গণতান্ত্রিক নীতি নতুনভাবে সংজ্ঞায়িত করার বড় ধরনের সুযোগ তৈরি করেছে। সিজিএস আয়োজিত এ সম্মেলন গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তিগত পরিবর্তন, সীমান্ত পেরিয়ে সব প্রতিধ্বনিত চ্যালেঞ্জগুলো অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তার দৃষ্টিভঙ্গি এ তিনদিনের অর্থপূর্ণ এবং প্রভাবশালী আলোচনায় নতুন মাত্রা যোগ করবে। এটি শুধুমাত্র একটি সম্মেলন নয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য একটি আহ্বান মাত্র। সে সঙ্গে, নতুন সংলাপ এবং সমাধানকে উৎসাহিত করে জাতি এবং সম্প্রদায়গুলোকে বিভক্তকারী বিষয়গুলো মোকাবিলা করার লক্ষে এ আয়োজন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এ অঞ্চলের দেশগুলোর কুটনৈতিক সম্পর্ক উন্নয়নে ও শান্তি প্রতিষ্ঠায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বিশেষভাবে, এ সম্মেলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পুনর্গঠনে কুটনৈতিকভাবে লাভবান হবে। রাজনৈতিক, মানবাধিকার, অপতথ্য, গুজবসহ সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। সম্মেলন সার্থক করতে তিনি সবার সমর্থন ও সহযোগিতা আশা করেন। সিজিএস এর চেয়ারম্যান মুনিরা খান বলেন, এ সম্মেলন থেকে আমরা গণতন্ত্র, শান্তি ও মানবাধিকারসহ বৈশ্বিক বিষয়ে জানতে চাই, কথা বলতে চাই। এ সম্মেলনের এজেন্ডা জনগণের জন্য, কোনো রাজনৈতিক দলের নয়। সব ধরনের সমস্যা ও তার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। পৃথিবীব্যাপী জনগণ, গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, দারিদ্র্য নিয়ে কথা বলার জন্যই আমাদের এ সম্মেলন। সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট বিওবিসি’র অফিসিয়াল ওয়েবসাইট যঃঃঢ়ং://নধুড়ভনবহমধষপড়হাবৎংধঃরড়হ.পমং-নফ.পড়স/- এ পাওয়া যাবে, আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button